কর কমিশনারের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৭:৫৯:২১ অপরাহ্ন
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, আয়কর আইনজীবীগণ দেশের রাজস্ব বাড়াতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। আয়কর খাতে নিয়োজিত সকল আইনজীবী দক্ষতার সাথে দায়িত্ব পালন করলে দেশের রাজস্ব আহরণ যেমন বাড়বে, তেমনি আইন পেশার মর্যাদা ও গুরুত্ব বাড়বে। এতে জনগণের মধ্যে আয়কর দেওয়ার ভীতিও দূর হবে।
তিনি সোমবার বিকেলে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির কনফারেন্স হলে কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ ও কর অঞ্চল রেঞ্জ-২ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট আবুল ফজল, সিনিয়র আয়কর আইনজীবী বিধু ভূষণ ভট্টাচার্য্য প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা ও আয়কর আইনজীবীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি