কাজিরবাজার ব্রিজের নিচে বস্তাবন্দি লাশ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৮:৩৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সেলফি ব্রিজ খ্যাত কাজিরবাজার সেতুর নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা সেতুর নিচের দক্ষিণ প্রান্তে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ বলছে, ৩/৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় ও ঘাতকদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিলো। স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।