সারিঘাটে বালু শ্রমিকদের মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৮:৫৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় জাফলংয়ে যাওয়া পর্যটকসহ যাত্রী ও রোগীবাহী যানবাহনসহ কয়েকশ যানবাহন আটকা পড়েন। পর্যটক ও নারী-শিশুরা অবরোধের কারণে বেশি বেকায়দায় পড়েতে হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট বাজারে সড়ক অবরোধ শুরু করেন তারা। পরে রাত ৮টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সারি নদীর বালু মহাল ইজারা নিয়ে দুটি পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে নদীর উপরের দিকে ড্রেজিং করা হচ্ছে। এক পক্ষ বন্ধের দাবি করছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, শ্রমিকরা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে প্রথমে কথা বলতে না চাইলেও পরে সন্ধ্যায় বৈঠকে বসে। পরে শ্রমিদের দাবি পূরণে আশ^াস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।