সিলেটে মেরী স্টোপস এর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৮:২৩:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা, সন্তান প্রসবসহ নারী ও শিশুদের সেবায় গৃহীত নানামুখী কর্মসূচি নিয়ে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ‘মেরী স্টোপস বাংলাদেশ’।
মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, প্রসবকালীন অধিকাংশ মা মাতৃত্বকালীন চিকিৎসা সেবা নেওয়া থেকে বিরত থাকেন। এদের বেশিরভাগ নিজ নিজ বাড়ি বা দাইয়ের কাছে প্রসব চেষ্টায় ব্যার্থ হয়ে ক্লিনিকে আসেন। চিকিৎসা নেওয়ার ব্যাপারে অসচেতনতা, অসাবধানতার কারণে এমনটি হয়ে থাকে। সভায় সংশ্লিষ্টরা জানান, মায়েদের বিভিন্ন জটিলতার কারণে সিজারিয়ান অপারেশন করানো হয়। তাদের মধ্যে রোগীর জরায়ুতে টিউমার, বিস্তৃত গর্ভফুল, রক্তস্বল্পতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব মায়েরা প্রসবের আগে ধারাবাহিক এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ব্যাপারে অসতর্ক এবং উদাসীন।
মেরি স্টোপস এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে সভায় জানানো হয়, ১৯৮৮ সাল থেকে মাতৃ মৃত্যুহার কমিয়ে আনতে কাজ করছে মেরি স্টোপস। বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশে মেরী স্টোপস এর কার্যক্রম চালু রয়েছে। বাংলাদেশে ২৮টি জেলায় ৪০টি ক্লিনিকে শিশু ও মায়েদের বিশেষত মাতৃকালীনসহ বিভিন্ন রকমের স্বাস্থ্যসেবা দেয়া হয়। সিলেট বিভাগের সিলেট জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলায় তাদের কার্যক্রম চললমান রয়েছে। ফান্ডিং না থাকায় সুনামগঞ্জে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
সভায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যই হচ্ছে ‘প্রতিটি জন্মই হোক আকাঙ্খিত’ এবং ‘প্রতিটি প্রসবই হোক নিরাপদ’। প্রতিষ্ঠানটি সরকারি স্বাস্থ্যসেবার সঙ্গে কাজ করার পাশাপাশি সরকারী খাতের স্বাস্থ্য সেবা আরো জোরদার মানসম্পুন্ন ও তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রচেষ্টা চালাচ্ছে। তাছাড়া যেখানে সরকারি পর্যায়ের সেবার সুযোগ নেই মেরী স্টোপস সেখানেও তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাচ্ছে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব শাহনাজ মুন্নী। মেরি স্টোপস বাংলাদেশ নিয়ে উপস্থাপনা করেন ডা. ফারহানা আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (কর্পোরেট সার্ভিস) জাহিদুল ইসলাম আনসারী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন মেরি স্টোপস এর ম্যানেজার (ক্লিনিক অপারেশন) ডা. শারমীন খান। মতবিনিময়ে সিলেটের ৪০ জন সাংবাদিক অংশ নেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিরেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম ও ইকবাল মাহমুদ প্রমুখ।