অটোরিকশা বাঁচাতে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত চালক
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৮:৪৩:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অটোরিকশা বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছেন আলী হোসেন (৩৫) নামে এক চালক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক লালমাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই টুকরো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত আলী হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন্দ গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুল আহাদের কলোনিতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে রেলক্রসিং বন্ধ থাকার পরও পাশের পকেট রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে পার হওয়ার চেস্টা করেন আলী হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল এক্সপ্রেস অদূরে থেকে বার বার হর্ণ বাজাচ্ছিল। স্থানীয় লোকজনও তাকে সতর্ক করছিলেন। কিন্তু অটোরিকশা রক্ষা করতে গিয়ে তিনি নিজেই ট্রেনের নিচে কাটা পড়েন।
রেল ক্রসিংয়ের গেটম্যান হারুনুর রশিদ বলেন, সুরমা মেইল আসার সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেই। কিন্তু পাশ দিয়ে সরু পথে মোটরসাইকেল ও হালকা যান চলাচল করতে পারে। ওই সময় চালক অটোরিকশা নিয়ে রেললাইনে উঠে পড়েন। লোকজন চেস্টা করেও অটোরিকশাটি রেললাইন থেকে নামাতে পারেননি। এরপরও চালক গাড়িটি রক্ষার চেষ্টা করে যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং চালকের দেহ দুই টুকরো হয়ে রেললাইনের পাশে পড়ে।
এ তথ্য দৈনিক জালালাবাদকে নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জিআরপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।