রশিদপুরে বিআরটিসি বাস সংঘর্ষে পিকআপ চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৮:৪৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বিআরটিসি বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হন আরো ১ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক সাজন মিয়া (২৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গুলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। গুরুতর আহত নুরুল আমিন (১৮) ওই পিকআপের হেলপার।
এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, সিলিন্ডার বহণকারী পিকআপটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে সিলেটমুখী বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক সাজন মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হেলপারকে গুরুতর আহতাবস্থায় হাপসাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।