লিড বাংলাদেশ যুব সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৬:০০:১৯ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূইয়া বলেছেন, দেশ ও জাতি গঠনে আমাদের যুবক ও তরুণরা কাজ করতে চায়। তারা চায় সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের দেশটা এগিয়ে যাবে। লিড বাংলাদেশ প্রকল্প মূলত আমাদের এই তরুণদের নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্যই কাজ করছে। বুধবার সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আইডিয়ার উদ্যোগে লিড বাংলাদেশ সিলেট যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইডিয়ার সভাপতি অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। আইডিয়া কর্মকর্তা তামান্না আহমদের সঞ্চালনায় সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন লিড বাংলাদেশ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সুষমা ভট্টাচার্য। সম্মেলনে অংশীজনদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ুথ লিডার ফারহানা চৌধুরী।
স্বাগত বক্তব্যে আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, আইডিয়া এই প্রকল্পের অধীনে এসডিজি ১৬ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগের আওতায় মোট ৪০টি সোস্যাল একশন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। এর অংশ হিসেবে সিলেটের প্রায় পাঁচ শতাধিক তরুণকে বিভিন্ন ইস্যুতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের অধীনে ৭ জন তরুণ ইংল্যান্ডে জয়েন্ট ভিশনিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন, স্টাডি ভিজিটে অংশগ্রহণ করেন, ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের লীডারশীপ সিম্পোসিয়ামে অংশগ্রহণ করেন।
উক্ত সামিটে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ইসমাইল হোসেন ও লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: শাহজাহান চৌধুরী এবং সিলেট এগ্রো ফিশারী এন্ড ডেইরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া চৌধুরী। সম্মেলনের শুরুতে সিলেট ইয়ুথ সামিট এর এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
ইয়ুথ সামিটে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন এবং আইডিয়ার কর্মকর্তাবৃন্দসহ প্রায় ২৫০ জন অংশীজন অংশগ্রহণ করেন। সম্মেলনে সফল উদ্যোগগুলোর স্বীকৃতি প্রদান, মুক্ত আলোচনা, প্যানেল ডিসকাশন ও অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকে। বিজ্ঞপ্তি