আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসায় পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৭:৩৭:৩৫ অপরাহ্ন
সিলেট নগরীর দরগাহ মহল্লায় আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে মাদরাসায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসকাবের সাবেক সভাপতি সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলূম দরগাহ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর নূর শায়খে সদরঘাটি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ ইয়াহইয়া মেহেদী, পায়রা সমাজ কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের সভাপতিত্বে ও মাওলানা ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি মাওলানা মঈন উদ্দিন ফয়েজ, হাফিজ ফয়সাল আহমেদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে হাফিজ মাওলানা হায়াত মাহমুদ, জামাল আবু নাসের, সুয়েব আহমদ প্রমুখ ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি