হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার চূড়ান্তপর্ব শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৭:৪০:২৬ অপরাহ্ন
বিজয় দিবসে সিলেটে শুরু হওয়া হিফজুল ক্বোরআন প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা ৩০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। ঐদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ভবনের শহীদ সোলেমান হলে অনুষ্ঠানরত এ পর্বে সিলেট জেলার ৪০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ।
প্রতিযোগিতার বাছাই পর্ব গত ১৫ ও ১৬ ডিসেম্বর ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে উত্তীর্ণ ৪০ জন প্রতিযোগিদের নিয়ে ২য় পর্ব অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর প্রথম অধিবেশন ও ২য় অধিবেশনের বাছাইকৃত ১০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে পুরষ্কার তুলে দেয়া হবে বিজয়ীদের হাতে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেব থাকছে ২০ হাজার টাকা। এছাড়া ১০ম স্থান পর্যন্ত প্রতিযোগিদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
পবিত্র কোরআনের এই মহতি মাহফিলের আয়োজনকে সুন্দর ও সফল করার জন্য সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন প্রতিযোগিতার আয়োজক সংগঠন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর মহানগর শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ সেক্রেটারী মাওলানা এমদাদুল হক জুম্মা। বিজ্ঞপ্তি