বিশ্বনাথে ইলামেরগাঁও মাদ্রাসায় ৫ প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৭:৫৪:৪১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইলামেরগাঁওস্থ জামেয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় ৫ যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে পরিচালনা কমিটি। বুধবার মাদ্রাসা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আখদ্দুছ আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী আকবরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক জামাল মিয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী মানিক মিয়া, প্রবাসী কামাল উদ্দিন, প্রবাসী ইসমাঈল আলী, প্রবাসী রুহুল আমিন ও সেমল আলী।
এসময় উপস্থিত ছিলেন ইলামেরগাঁও গ্রামের মুরব্বী বাজার আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদস্য আলী হোসেন, রুহুল আমিন অপু, মুক্তার আলী, ইলামেরগাঁও মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম, ইলামেরগাঁও পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হেলাল আহমদ হেলালী।