ফেল করায় স্কুল ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৮:২৭:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বাষিক পরীক্ষায় ফেল করায় স্কুল ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম প্রিয়াংকা গোয়ালা রিংকি (১৩)। সে শহরতলীর লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে এবং সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
জানা যায়, প্রিয়াংকা গোয়ালা রিংকি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো। গত সোমবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দুটি বিষয়ে সে ফেল করে। এ বিষয়টি সহ্য করতে না পেরে ওইদিন দুপুর ২টার দিকে রিংকি বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রæত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিংকি।
পুলিশ জানায়, স্কুল ছাত্রী রিংকির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেন তার মা। এরপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।