চুনারুঘাটে হ্যান্ড গ্রেনেড উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৮:৩৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রাম থেকে এ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
জানা গেছে, পাঁচগাতিয়া গ্রামের ছুরত আলীর ছেলে সোহান মিয়া নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ার কাজ করতে গিয়ে হ্যান্ড গ্রেনেডটি দেখতে পান। পরে এ বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ বলেন, গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। ধারণা করছি এটি মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিলো। উদ্ধার হওয়া গ্রেনেড নিষ্কিৃয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়েছে। বুধবার বিকেলে পর্যন্ত গ্রেনেড নিষ্কিৃয় হয়নি।