পুলিশ সন্তানদের মেধাবৃত্তি দিলো এসএমপি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২২, ৯:০০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২১ সালে এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরিফুল হক চৌধুরী ও এসএমপি কমিশনার মোঃ নিশারুল আরিফ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদীদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আবু সালেহ আহমদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমদ সহ শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্যরা।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদের ছেলে নাবিল আহমেদ, ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ নূর নবী সরকারের ছেলে মোঃ হাসিবুল আহসান, এটিএসআই মোঃ হেলাল উদ্দিনের ছেলে মোঃ তানভীর আহমেদ, এটিএসআই মোঃ অলিউর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী, কনস্টেবল মোঃ জসিম উদ্দিনের মেয়ে মারিয়া সুলতানা ও কনস্টেবল মোঃ জহিরুল ইসলামের ছেলে গোলাম রাব্বি শিহাব।