কাল থেকে শৈত্যপ্রবাহ!
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১২:১০:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পৌষের অর্ধেক শেষ হচ্ছে আজ। চলতি শীত মৌসুমে দেশের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহের দেখা মিললেও তা বেশিদিন স্থায়ী হয়নি। তবে নতুন বছরে শীত জেঁকে বসবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার থেকে জেঁকে বসতে পারে শীত। আর নতুন বছরের প্রথম সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের কুয়াশার সঙ্গে আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। পরে দেশের অনেক এলাকায় বৃষ্টিও হয়েছে। এ সূত্রে কমেছে তাপমাত্রাও।
তবে যথারীতি দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দেখা যাচ্ছে। সেখানে শীত ও শীতজনিত নানা রোগ বাড়ছে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় রেকর্ড হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এমন মেঘলা আবহাওয়া কেটে যাবে এক দিন পরই। উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় শুক্রবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের প্রভাব থাকতে পারে। তবে ঢাকায় এর প্রভাব থাকবে না বলে মনে করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, আগামী ৩ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। শুক্রবার ও শনিবারের দিকে শীত বাড়বে। চলতি মৌসুমে কয়েক দিন আগে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। জানুয়ারির শুরুতে বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে। জানুয়ারীর মাঝামাঝি সময়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও শেষ দিকে ফের শৈত্যপ্রবাহ বইতে পারে।