১২নং ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৮:১৯:২১ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদেরই আপনজন। আমাদের সম্পদে তাদের হক রয়েছে। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সারাদেশ শীতে কাঁপছে। এই সময়ে সবচেয়ে কষ্টে দিন কাটছে হতদরিদ্র শীতার্ত মানুষের। জামায়াত সব সময় আর্ত মানবতার কল্যাণে সক্রিয় রয়েছে। আপনারা সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ান। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ডের টিকরপাড়া এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
সমাজসেবী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হেলাল আহমদ, লিটন আহমদ, রানা আহমদ ও ওলিউর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি