ইফার সিলেট বিভাগীয় পরিচালকের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২২, ৮:২৮:৩১ অপরাহ্ন
সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের বিদায়ী পরিচালক আবু ছিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও কলামিস্ট আফতাব চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তার ফসল হল ইসলামিক ফাউন্ডেশন। বহির্বিশ্বে বাংলাদেশকে মধ্যপন্থার সহনশীল দেশ হিসেবে স্বীকৃতির পেছনে বড় অবদান ইসলামিক ফাউন্ডেশনের। এই প্রতিষ্ঠানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ ও মূল্যায়ন করে সরকারের মিশনকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপপরিচালক মনিরুজ্জামান, ইমাম প্রশিক্ষণ একাডেমি সুনামগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপপরিচালক আনোয়ারুল কাদির, বিয়ানীবাজার বৈরাগী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি আখতারুজ্জামান, কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম, সুনামগঞ্জ জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ ইদ্রিস আহমদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকী ও ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার ফিল্ড অফিসার আবদুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী শফিকুর রহমান। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আহমদ আজহারী। বিজ্ঞপ্তি