মাধবপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৫:৩৭:১০ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আরব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে উপজেলার শাহপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আরব আলী ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে।
মাধবপুর থানার এসআই শুভ দে জানান, গত মঙ্গলবার শাহপুরে এক কিশোরীকে আরব আলী বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষকের কবল থেকে পালিয়ে এসে শুক্রবার সকালে মা বাবাকে ঘটনা জানালে পুলিশ অভিযুক্ত আরব আলীকে গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শুক্রবার মাধবপুর থানায় আরব আলীকে আসামী করে মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।