জালালাবাদ গ্যাসের শুদ্ধাচার পুরস্কার প্রদান
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৫:৪২:২৬ অপরাহ্ন
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর এমডি প্রকৌশলী শোয়েব আহমদ মতিন বলেছেন, জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করতে হবে। এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগণকে দায়িত্ব¡ পালনে পেশাদার এবং সকলের সাথে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানে কোম্পানীর শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার জালালাবাদ গ্যাস এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, প্রকৌশলী এবিএম শরীফ, মহাব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ, কোম্পানী সচিব মোঃ শহিদুল ইসলাম।
গ্রেড ৩ থেকে ৯ পর্যন্ত কর্মকর্তার মধ্যে উপ-মহাব্যবস্থাপক (ভিজিলেন্স) মোঃ আমিরুল ইসলাম, গ্রেড ১০ থেকে ১৬ পর্যন্ত সহকারী হিসাব কর্মকর্তা (বিল এন্ড পে) মোঃ শেখ মোজাম্মেল হোসেন এবং কম্পিউটার অপারেটর, নিরাপত্তা শাখা পার্থ সারথি চক্রবর্তীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের জন্য নির্বাচিত কর্মকর্তা কর্মচারীগণ জুন ২০২২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কার এবং প্রত্যেককে একটি করে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি