আম্বরখানা কলোনি প্রাথমিক বিদ্যালয়ের সেরা মা সম্মাননা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৫:৪৩:৩৯ অপরাহ্ন
আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা-২০২২ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, এসএমসি সহ সভাপতি শরিফা খানম, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি এমদাদুর রহমান, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদ শেখ।
স্কুলের প্রধান শিক্ষক গণেশ পাল দীপুুর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এবং সহকারী শিক্ষক ফাহমিদা মমতার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমসি সদস্য মোহাম্মদ আবদুল করিম শেখ, শাহনাজ তাকলিমা, মাহবুব আরা পল্লবী, সামিয়া খাতুন, মাহরীন হাসান, অভিভাবক সোহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ৫১টি পুরস্কার রাখা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হওয়া ৫১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ৫ জনকে সেরা মা নির্বাচিত করা হয়। তারা হলেন-কলি আক্তার, সাবরিনা চৌধুরী, ইয়াসমিন নাহার, দীপা রানি রায়, হালিমা আক্তার সাদিয়া। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি