কানাইঘাটে খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৪২:২২ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি :
খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা তথ্য সম্বলিত বই কানাইঘাটে বিতরণ করা হয়েছে।
বিভিন্ন ক্যাটাগরিতে উক্ত তথ্য সম্বলিত বই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শামছুল হুদা ফয়ছল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, সাংবাদিক মুমিন রশিদ, সূচনার মাঠ অফিসার আব্দুল্লাহ মাসুম সহ আরো অনেকে।