কাজী জালাল বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৬:৪৪:২৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা রয়েছে। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা যাতে তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রাখা জরুরি। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয় মেইন গেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. মিফতাহুল হোসেন সুইট এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খয়রুন নেছা নাজ চৌধুরী ও কমলেশ মিস্ত্রী’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল মতিন, শিক্ষানুরাগী মো. হানিফ ছালেক। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সৈয়দা তামান্না রহমান, জয়নুল আবেদীন, মো. আব্দুল কাইউম শেখ, আব্দুল আহাদ এবং রুনা বেগম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিহা মিজান ফাতেমা এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন তৃপ্তি দাস। বিজ্ঞপ্তি