মেন্দিভাগে পুলিশ বক্স গুঁড়িয়ে দিলো ট্রাক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৮:৩৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশ বক্স গুঁড়িয়ে দিয়েছে পণ্যবাহী ট্রাক। এ সময় ওই ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কার চালক আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের মেন্দিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে একটি রড বোঝাই ট্রাক নগরীর শাহজালাল সেতু পার হয়ে নগরীতে প্রবেশ করছিলো। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেন্দিবাগ পুলিশ বক্সের উপর উঠে যায়। এতে পুলিশ বক্স ভেঙে গুঁড়িয়ে যায়। এ সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চালকও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও প্রাইভেট কার জব্দ করে।