ইমাম হোসাইনের মতো নির্যাতিত হলেও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবেনা –সাইয়েদ হাসান আজাদ মাদানী
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৯:১৭:৫১ অপরাহ্ন
সাইয়েদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র , আওলাদে রাসূল (সা 🙂 হাফিজ মাওলানা সাইয়েদ হাসান আজাদ মাদানী ধর্মবর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণে অবদান রাখার আহবান জানিয়ে বলেছেন, ইসলাম মানুষের সাথে সদ্ব্যবহার, শিষ্ঠাচার ও বিনয়ী আচরণের মাধ্যমে পারস্পরিক সম্পর্কোন্নয়ন, শান্তি ও সম্প্রীতি স্থাপনের শিক্ষা দেয়, এ ক্ষেত্রে ধর্মীয় পরিচয় বিবেচিত হয়না। তিনি কোরআন – হাদীস শিক্ষার মাধ্যমে উন্নত চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে জীবন ও সম্পদ সৎ পথে ব্যয় করতে হবে, প্রতিকূল অবস্থায় ও ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে , প্রয়োজনে ইমাম হোসাইনের মতো নির্যাতিত হতে হবে তবু ও ইসলামের নীতি – আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবেনা।
তিনি শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার শিবের বাজারে জামেয়া ওয়াহিদিয়া মাদ্রাসার বার্ষিক জলসায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, বরইকান্দি সিনিয়র মাদ্রাসার অবসরপাপ্ত প্রিন্সিপাল ও রাজারগাঁও মাদ্রাসার সভাপতি কাজী মওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় আরো বক্তব্য রাখেন কৌড়িয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহসিন আহমদ , সিলেট নগরীর শাহ আবুতোরাব জামে মসজিদের খতিব, শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির , সুরইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুল হক ও রাজারগাঁও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল। বিজ্ঞপ্তি