বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২, ৯:৩৪:১৬ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেছেন সমাজ উন্নয়নের পূর্বশর্ত হলো উচ্চ শিক্ষা ও নৈতিক শিক্ষা। কেননা সমাজ উন্নয়নের জন্য উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও প্রয়োজন। সমাজের প্রতিটি সেক্টরে যারা দূর্নীতি করে তারা বেশির ভাগ মানুষই উচ্চ শিক্ষিত। তাই শুধু উচ্চ শিক্ষাই নয়, পাশাপাশি নৈতিক শিক্ষাও প্রয়োজন।
আমার জানা মতে, অত্র অঞ্চলে লেচু মিয়া স্কুল এন্ড কলেজ কোয়ালিটি শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবার এসএসসি পরীক্ষায় ও বিশ্বনাথের ভালো ফলাফল অর্জন করেছে শুনে আমি খুশি হয়েছি। তিনি পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সাহায্য করার আশ্বাসও দেন। তিনি শনিবার বিশ্বনাথের প্রাণকেন্দ্রে অবস্থিত লেচু মিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রদান আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ মো. মানিক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।
কলেজের প্রতিষ্ঠাতা লেচু মিয়ার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন অষ্টম শ্রেণির ছাত্রী মাহজাবিন হাবিব সারা, গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্রী তিশা গোপ, না’তে রাসুল (সা.) পাঠ করেন চতুর্থ শ্রেণীর ছাত্রী মারিয়া চৌধুরী মুমু। ছাত্র ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী ফাতেমা নুর সুমাইয়া, নবম শ্রেণির ছাত্র হোসাইন আহমদ তাহমিদ, ষষ্ঠ শ্রেনীর ছাত্রী তানিশা জান্নাত, দশম শ্রেণির ছাত্র তানবীর ইসলাম, ছাত্রী তাওহীদা ইসলাম মুনতাহা, নবম শ্রেণির ছাত্র মাজহারুল ইসলাম ফুয়াদ,ছাত্রী সামিয়া আক্তার আনিকা।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোবারক হোসাইন, মিজানুর রহমান, মাহমুদুল হাসান জাকির, সাবিনা ইয়াছসমিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেলিম আহমদ, আব্দুল মান্নান রিপন, কলেজে ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ইউকে ইয়ুথ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাহফুজুল ইসলাম কল্লোল, শাহপিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাহমুদুল হাসান, বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাশনা বেগম প্রমুখ।