সিলেটে ১৩ দিন পর করোনায় মৃত্যু ১
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৫:৩১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ১৩ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি করোনা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৭০ জনে।
শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ১৭ ডিসেম্বর সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৭ জনের নমুনা পরীক্ষা করে দু’জনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার ১১ দশমিক ৭৬। শনাক্ত দু’জনই মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ২৪৯ জনের। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭০ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান বলেন, ২৯ ডিসেম্বর থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন।