ওমর ফারুক একাডেমিতে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৫:১৮:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথের ওমর ফারুক একাডেমিতে নতুন বছরের বই বিতরণ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে একাডেমি প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দাস।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দিয়েছেন। এখন স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের। তিনি বিনামূল্যে ৩৫ কোটি বই দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রিন্সিপাল গোলজার আহমদ খান। বিদায়ী প্রধান শিক্ষক আখতার ফরুক, ভাইস প্রিন্সিপাল মো.মর্তুজা আলী, কমিটির সদস্য কাজী মো. জামাল উদ্দীন, মো. রফিকুল ইসলাম জুবায়ের, আব্দুল কাউয়ুম, এখলাছুর রহমান ছাড়াও অভিভাবক এবং একাডেমির অন্যান্য শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।