আম্বরখানা কলোনী প্রাথমিক স্কুলে বই বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:৪৭:০৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভবপর নয়। তাই ভিশন ২০৪১ কে সামনে রেখে শিক্ষা ক্ষেত্রে শৃংখলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য ‘শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার’ বিবেচনায় নিয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
তিনি রোববার সকালে আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল এবং শহীদ শেখ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ খান পেয়ার, সাবেক সভাপতি আজিজুল হব চৌধুরী মতি, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন খান। স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কপাল দীপু। বক্তব্য রাখেন অভিভাবক সাবরিনা চৌধুরী, সিসিক সচিব দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাম্মি খাতুন, ফাহিমদা মুনতাস তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি