সাহেবের বাজার হাইস্কুলে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৭:৫০:১৮ অপরাহ্ন
সিলেট শহরতলির সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজে রোববার বেলা ১টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল বাছিতের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ, সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, মো. রফিক মিয়া, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুল হান্নান, আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, মতিন খাঁ, মকবুল মিয়া, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সভাপতি এসএম তারা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, সাবেক সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সোরাব উদ্দিন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সিলেট জেলা তাঁতি লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, সিলেট সদর উপজেলা যুবলীগ লীগনেতা আব্দুস সালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছুয়াব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি