ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৮:২০:০১ অপরাহ্ন
একুশ শতক আমাদের বহু গুরুতর চ্যালেঞ্জ এর মুখোমুখি করছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় একদিকে দরকার জ্ঞান ও প্রযুক্তি, অপরদিকে বিশ্বাস ও নৈতিকতা। উভয়ের সমন্বয় ছাড়া বৃহত্তর অগ্রগতি অসম্ভব। শনিবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড-১৪৪৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গবেষক মাওলানা মুসা আল হাফিজ ।
ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ঢাকায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থটস, ইওওঞ এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক শায়খ ওসমান গনি, ব্যারিস্টার এস এম আবিদ রহমান। এছাড়া আয়োজকদের মধ্যে থেকে বক্তব্য দেন লেখক ও ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মাদ সজল, লেখক-উদ্যোক্তা আরিফুল ইসলাম এবং ইউনাইটেড মুসলিম উম্মাহ ইয়ং নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি শাহাদাত ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম আব্দুল আজিজ নতুন বিশ্ব বাস্তবতায় ইসলামের ক্রমবর্ধমান ভূমিকা এবং ইসলামকে বুঝতে ইসলামের ইতিহাস জানার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি তুলে ধরেন ইতিহাসে মুসলমানদের অবদানের কথা। পাশাপাশি, ইসলামের ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াডে দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রথম রাউন্ড আয়োজিত হয় সারাদেশের সমস্ত প্রতিযোগীর মধ্যে, যেখান থেকে বাছাই করা হয় বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ের বিজয়ীদের। জাতীয় পর্যায়ে সেরা ২০০ জনের মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নিশ্চিত করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের পুরস্কার হিসেবে দেয়া হয় যথাক্রমে ১ লক্ষ, ৫০ হাজার ও ৩০ হাজার টাকা প্রাইজমানি, বই ও সার্টিফিকেট। এই প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে সেরা ২০০ জনের মধ্য থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নিশ্চিত করা হয়। ১ম হয়েছেন মোঃ তাহমিদুর রহমান সা’দ দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা,আলিম, ২য় বর্ষ। ২য় হয়েছেন মোঃ আকিবুল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ২য় বর্ষ। ৩য় হয়েছেন জাকির হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪-১০ তম স্থান অধিকারকারীদেরকেও দেয়া হয় নগদ অর্থ, বিশেষ পুরস্কার, বই, ক্রেস্ট, সার্টিফিকেট। উত্তীর্ণ ১০০ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। বিজ্ঞপ্তি