নছিবা খাতুন বালিকা বিদ্যালয়ে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৮:০২:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ ও উৎসব অনুষ্ঠান রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী রোটারিয়ান মোঃ আব্দুল লতিফ।
দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিসেস ফাতেমা ইয়াছমিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, মামুন আহমদ, ফারজানা আহমেদ, সহকারী শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, এস.এম আব্বাস উদ্দিন, সৈয়দ নেছার আহমদ প্রমুখ।
কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা বই উৎসবে উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি