শাবির নতুন রেজিস্ট্রার ফজলুর রহমান
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৮:০৪:২৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন। রোববার তিনি আনুষ্ঠানিক কাজ শুরু করেন। শাবি অফিসার্স এসোসিয়েশনসহ বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ নতুন রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনিযুক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি ১৯৯৫ সালের ১৫ আগস্ট সহকারি রেজিস্ট্রার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কাজ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে লেখাপড়া করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ধনিয়াগাঁও গ্রামে। বিজ্ঞপ্তি