গোয়াইনঘাটে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৩, ৮:০৬:০১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : বছরের প্রথম দিনে বই উৎসবে মাতোয়ারা গোটা গোয়াইনঘাট। নতুন বইয়ের ঘ্রাণ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অভিভাবকদের ভীড় জমে। সকাল পৌণে ১১ টায় বিয়াম ল্যাবরেটরী স্কুলের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের উপস্থিতিতে এসিল্যান্ড তানভীর হোসেনের সভাপতিত্বে শিক্ষক নূরুল ইসলামের পরিচালনায় বইবিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও তাহমিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক, আ’লীগ নেতা লুৎফুল হক। সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান, অধ্যক্ষ ফজলুল হক, শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, শ্যামল রায়। সভায় অফিসার ইনচার্য কেএম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, আ’লীগ নেতৃবৃন্দ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বর্ণিল আয়োজন বই উৎসব পালিত হয়েছে উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে। দুপুর ১ টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আব্দুস সহিদের সভাপতিত্বে আলী আফজলের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সবিতা রাণী। সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।