জৈন্তায় ১ চোর আটক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৬:১০:৫১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার সংলগ্ন শাপলা বিল্ডিংএ বাসার মালামাল চুরি করাকালে জনতার সহায়তায় এক চোরকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সে সিলেট শাহপরাণ (রাঃ) থানার চুয়াবহর বটেশ্বর (৯নং ওয়ার্ড) খাটিমারা গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রাসেল (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার দরবস্ত এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন ৫তলা শাপলা বিল্ডিং-এ একটি সংঘবদ্ধ চোরের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। বিষয়টি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার সহায়তায় এক চোরকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ভবনের মালিক আব্দুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত মোঃ রাসেলকে আসামী করে অভিযোগ দিলে জৈন্তাপুর মডেল থানা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে আসামীকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আসামী রাসেলের বিরুদ্ধে সিলেট শাহপরাণ (রাঃ) থানায় ডাকাতিসহ আরো চারটি মামলা রয়েছে।