জৈন্তায় সমাজসেবা দিবসে হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৬:১২:০০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
‘উন্নয়ন ও সমৃদ্ধি অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সারা দেশের ন্যায় সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দীন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ সমাজসেবা দিবস উপলক্ষে শাররীক প্রতিবন্ধী ১৬ জনকে হুইল চেয়ার ও দুইজন দৃষ্টি প্রতিবন্ধীকে অটো সাদাছড়ি হস্তান্তর করেন।