কাজী জালাল উদ্দিন বালিকা বিদ্যালয়ে বই উৎসব
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:৫৬:৪৫ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, বছরের প্রথমদিন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত শিক্ষাঙ্গন। আর এই বই উৎসবের অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি রোববার সকালে নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খয়রুন নেছা নাজ চৌধুরী ও কমলেশ মিস্ত্রীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিফতাহুল হোসেন সুইট, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হক রাসেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন, রুনা বেগম, মো. আব্দুল কাইয়ুম শেখ, মো. আব্দুল আহাদ, সৈয়দা তামান্না রহমান, রাজনীতিবিদ মো. সাজোয়ান আহমদ, মাহবুব খান মাসুম, আব্দুল মালেক প্রমুখ। বই বিতরণ উৎসবের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিহা মিজান ফাতেমা এবং পবিত্র গীতা পাঠ করেন তৃপ্তি দাস। বিজ্ঞপ্তি





