সোনাতলায় সিএনজি-ট্রাক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৮:৩৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জালালাবাদ থানার শিবের বাজার-তেমুখী রোডের সোনাতলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মিল ব্যবসায়ী নিহত হয়েছেন। উক্ত দুর্ঘটনায় চালকসহ আরো ৪ জন আহত হয়েছেন। সোমবার বেলা ২টার দিকে সোনাতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আশফাক উদ্দিন (৫৫)। তিনি সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। পেশায় রাইস মিল ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, সোনাতলায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সেখান থেকে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি। এলাকার বিভিন্ন উৎস থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ২টার দিকে ব্যবসায়ী আশফাক উদ্দিন (৫৫) তার ভাবী ও ভাতিজা-ভাতিজীদের নিয়ে বিয়ের দাওয়াতে যেতে শিবেরবাজার থেকে তেমুখী যাওয়ার জন্য সিএনজি অটোরিক্সায় রওয়ানা দেন। তাদের বহনকারী সিএনজি অটোরিক্সা সোনাতলা এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাক মুখোমুখি চাপ দেয়। এতে চালকসহ ৪ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আশফাক উদ্দিনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত ৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার এসআই রাজিব মোহন দাস। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।