গোয়াইনঘাটে বর্জ্যে ভরছে সরকারি পুকুর
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:২২:০২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে সরকারি পুকুর আর খেয়াঘাটে পারাপারের রাস্তায় বাজারের প্রতিদিনের ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে। দুর্গন্ধময় পরিবেশে যাতায়াত করতে হয় হাজার হাজার লোকের।
গোয়াইনঘাট উপজেলা সদর বাজারের খেয়াঘাটের সিঁড়ি পর্যন্ত ও প্রশাসনিক সড়কের এবং ইউনিয়ন ভূমি অফিসের পাশে সরকারি পুকুরে বর্জ্য ফেলে ময়লা আবর্জনার স্তুপে পরিণত করা হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে দীর্ঘদিন থেকে। উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে যাতায়াতে দুর্বিষহ পরিবেশে পড়তে হয় শিক্ষার্থীসহ উপজেলা সদরে আসা কয়েক হাজার মানুষের। ঐ রাস্তায় অটোবাইক স্টেশন থাকায় পুকুরপাড় প্রশ্রাবখানায় পরিণত হয়েছে। আর গোয়াইন নদীর খেয়াঘাটের সিঁড়ি পর্যন্ত বাজারের প্রতিদিনের ময়লা আবর্জনার উপর দিয়েই স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণের যাতায়াত করতে হয়। আবর্জনার সাথে হাজার হাজার পলিব্যাগ নদীতে স্থান পাচ্ছে। দীর্ঘদিন থেকে এমন অবস্থা বিরাজ করলেও কোন প্রতিকার হচ্ছে না পরিবেশ রক্ষায়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।