ব্রিটেনের এমবিই খেতাব পেলেন বিয়ানীবাজারের মেসবাহ
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৮:২৫:৫২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি : ব্রিটেনে মর্যাদাপূর্ণ খেতাব ‘এমবিই’ খেতাব লাভ করেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান লন্ডন টাইগার্সের প্রতিষ্ঠাতা মেসবাহ আহমদ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর ব্রিটেনে রাজকীয় এই খেতাব প্রদান করা হয়। তার খেতাব প্রাপ্তির খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে থাকা তার স্বজনরা।
কমিউনিটি সেবা, ফুটবল ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলায় তাঁর অসামান্য অবদানের জন্য নতুন বছরে বৃটেনের রাজা তাকে এমবিই খেতাব প্রদান করেন।
মেসবাহ আহমদের বাড়ী সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে। তাঁর পিতা মরহুম হাফিজ উদ্দিন লন্ডনের কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ ছিলেন। তিনি লন্ডন টাইগার্স ছাড়াও কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অন্যতম সদস্য, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্থার প্রেসিডিয়াম কমিটির সদস্য।