জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৫, আটক ৬
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৬:০৯:৩১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমির পানি ছেড়ে দেয়া নিয়ে দুইপক্ষের মধ্যে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর নেয়াপাড়া গ্রামের আক্কাছ আলী ও মনু মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাওরে বোরো জমির পানি ছেড়ে দেয়াকে কেন্দ্র করে বুধবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘোষণা দিয়ে দুইপক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আছকির আলী, আক্কাছ আলী, মইনুল ইসলামসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় ইলা মিয়া, রাজা মিয়া, রুহেল মিয়া, জাকির মিয়া সহ উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয় বেশকিছু লাটিসোটা।
এ বিষয়ে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, বোরো জমির পানি ছেড়ে দেয়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সময় মতো পুলিশ আসায় রক্ষা হয়েছে। তা না হলে আরো বড় ধরণের সংঘর্ষ হতো।