কানাইঘাটে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৬:১৩:০৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন প্রচণ্ড শীতে কাঁপছে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনযাপন করছে। তিনি বলেন কোন বিবেকবান মানুষ বাসার পাশে শীতার্ত মানুষ রেখে স্বস্তিতে ঘুমাতে পারে না। নিজের শীত নিবারণের পাশাপাশি শীতবস্ত্রহীন অসহায় মানুষের কথাও সবাইকে ভাবতে হবে। সামর্থ্যের আলোকে সবাইকে শীতার্ত মানুষের সহযোগীতায় এগিয়ে আসতে হবে।
হাফেজ আনওয়ার হোসাইন খান বুধবার সকালে কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী -পেশার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও হাড়িপাতিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ মামুন, শ্রমিক নেতা শিপুল আমীন চৌধুরী, ওয়ার্ড সভাপতি হারুন রশীদ, সেক্রেটারি মারুফ আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাকুর আল মামুন, হাফিজ মিনহাজুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল মান্নান, সুলতান আহমদ, ওয়ার্ড মহিলা সদস্যা জবা রানি প্রমুখ। বিজ্ঞপ্তি