ফয়সল খানের পিতৃবিয়োগে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৬:১৩:১৯ অপরাহ্ন
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর পীরের গাঁও নিবাসী ফয়সল খানের পিতা মোঃ ইসিম খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা উত্তর আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদ, সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সিলেট জেলা উত্তর শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য সুলতান খান, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার ও এডভোকেট মমিনুজ্জামান, সেক্রেটারী মোহাম্মদ আল ইমরান।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি