কুলাউড়ায় গার্ল গাইড ক্যাম্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৬:৪৭:১৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিনদিন ব্যাপী এ ক্যাম্পের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আখন্দ জান্নাতুল মাওয়া বেলি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, সুলতানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খানম চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম প্রমুখ।
ক্যাম্পে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষিকাসহ ছাত্রীরা অংশগ্রহণ করছে বলে জানা যায়।