গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৬:৫০:৩০ অপরাহ্ন
গোয়াইনঘাট ছাত্র পরিষদ বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের কম্বল বিতরণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, অবিভক্ত আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংক গোয়াইনঘাট শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ ফয়জুল্লাহ, সংগঠনের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সহসভাপতি সাদিকুর রহমান, উমর ফারুক সাদিক, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ রানা, পাঠাগার বিষয়ক সম্পাদক আলী হোসেন, ছাব্বির আহমদ, তারেকুজ্জামান, সেলিম আহমদ, নাছির উদ্দিন, মেহরাব হোসেন অপি, নাহিদ হাসান, সজিব, কামরুল ইসলাম, জুবায়ের আহমদ, জামাল আহমদ, ময়নুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি