আব্দুল জব্বার জলিল সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৭:৩২:১৫ অপরাহ্ন
জাতীয় মানব কল্যাণ পদক-২০২০ অর্জন করায় আব্দুল জব্বার জলিল-কে সংবর্ধনা প্রদান করেছেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের নেতৃবৃন্দ। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খান রেজওয়ান, সেক্রেটারী মোঃ আব্দুল কাদির, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃ আব্দুল হক, দেওয়ান রুশু চৌধুরী, আটাব সদস্য খোকন আহমেদ, মিসবাউল করিম, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, দিদার আহমেদ, সাদ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, আটাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান, সমাজসেবী আব্দুল জব্বার জলিল প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সামাজিক সুরক্ষা, আত্মনির্ভরশীলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’র ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ প্রথমবারের মতো ঘোষিত ‘জাতীয় মানবকল্যাণ পদক-২০২০’ অর্জন করেন। বিজ্ঞপ্তি