শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৭:৩৩:১২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল টিম সদস্য ও দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে যে দুনিয়ার এ জীবনই শেষ নয়। মৃত্যুর পর শুরু হবে আখেরাতের অনন্ত জীবন। সে জীবনের শুরু আছে, শেষ নেই। সেখানে এ দুনিয়ার প্রতিটি কাজের হিসেব সকলকে আল্লাহর নিকট দিতে হবে। এ জন্য ভাল শ্রমিক হওয়ার সাথে সাথে ভাল মুসলমান হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে।
বুধবার বিকাল ৩টায় বোয়ালজুর বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি এহসান রশিদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রধান উপদেষ্টা ডাঃ আব্দুল জলিল, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, আতাউর রহমান, মতিউর রহমান।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের পরামর্শক্রমে সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ সেশনের জন্য এহসান রশিদ রাজু সভাপতি এবং ফয়সাল আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি