আজ থেকে বিপিএলে মাতবে দেশ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৩:৪৪:০৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটের (বিপিএল) নবম আসর। লাল-সবুজের এক টুকরো থেকে বেরিয়ে ক্রিকেট এখন সাত টুকরো। জাতীয় সমর্থন এক্ষেত্রে আঞ্চলিকতায় বিভক্ত। ভিন্ন সমর্থন, ভিন্ন শিহরণ, ভিন্ন প্রতিযোগিতা। তবে লক্ষ্য একটাই, সবারই শিরোপা চাই।
বিশ্ব ক্রিকেটের সাথে তাল মেলাতে জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ আইপিএলের অনুকরণে ২০১২ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুর দিকে পর পর দুই বছর টুর্নামেন্টটি মাঠে গড়ালেও ফিক্সিং কান্ডে ২০১৪ সালে আসরটি আর অনুষ্ঠিত হয়নি। তবে পরের বছর আবারো মাঠে গড়ায় দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।
২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত টানা মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ২০১৮ আসর মাঠে গড়ায় ২০১৯ সালে। যদিও একই বছরের একেবারে শেষে আরো একটি আসর অনুষ্ঠিত হয়। অবশ্য তা ২০২০ সালও ছুঁয়ে ফেলে।
এরপর করোনা ভাইরাসের প্রভাবে ২০২০ ও ২০২১ সালে আর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। তবে ২০২২ সালে ফের মাঠে গড়ায় এই ফ্রাঞ্চাইজি লিগ। কিন্তু কিছুদিন পর পর এমন বিরতিতে রঙ হারাতে শুরু করে লিগটি। যার চূড়ান্ত ফলাফল দেখা যাচ্ছে এবারের আসরে।
এখন পর্যন্ত বিপিএলের আট আসর মাঠে গড়ালেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ অনুভব করেছে মোট চারটি দল। ফ্রাঞ্চাইজি মালিকানা ভিন্ন হলেও শিরোপা গেছে চারটি শহরের নামে। যেখানে তিনটি করে শিরোপা জিতেছে ঢাকা ও কুমিল্লা। আর একটি করে আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর ও রাজশাহী।
এবারের আসরে ফ্রাঞ্চাইজির মালিকানা পায়নি রাজশাহী। কুমিল্লা ও ঢাকার সামনে রয়েছে এককভাবে শীর্ষ শিরোপা জয়ী হওয়ার সুযোগ। তবে ছেড়ে কথা বলবে না রংপুরও। তারাও নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে চাইবে। অন্যদিকে এখনো একবারও শিরোপার স্বাদ না পাওয়া বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রামের সামনে রয়েছে প্রথম শিরোপা জয়ের সুযোগ। তবে কে হাসে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের আসরের ম্যাচগুলো। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। চট্টগ্রাম পর্বে খেলা হবে ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৩ ও ২৪ জানুয়ারি দুদিনের জন্য ঢাকায় ফিরে বিপিএল যাবে সিলেটে। ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট-পর্ব।
ঢাকায় তৃতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সে দফায় হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচও। ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচের পর হবে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ১৪ ফেব্রুয়ারি। ফাইনালসহ প্লে-অফে সব কটি ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।