ওসমানীনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:২০:২৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চল টিম সদস্য ও দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান বলেছেন, সরকারের দুঃশাসনের সবচেয়ে বড়ো শিকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষরা। এ দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য একটি সর্বাত্মক আন্দোলনের বিকল্প নেই। ২০২৩ সাল জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক নেতৃবৃন্দকে জোরালো ভূমিকা রাখতে হবে।
বুধবার সন্ধ্যায় তাজপুর বাজারে একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার ওসমানীনগর উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ওসমানী নগর উপজেলা সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রধান উপদেষ্টা সোহরাব আলী, শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম ও উপজেলা উপদেষ্টা আনহার আলী।
প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম খান উপজেলা সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে ২০২৩-২০২৪ সেশনের জন্য আব্দুল মুমিন সভাপতি এবং সাবেক ছাত্রনেতা সুলতান আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন শ্রমিকনেতা জয়নাল আবেদীন, শহীদুল ইসলাম, ময়নুল ইসলাম, সিরাজুল ইসলাম ফেলুসহ উপজেলা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি