২২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:২৩:৩৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, গণতন্ত্র ও খালেদা জিয়া’র মুক্তি একই সুতোয় বাঁধা। সরকার শুধু গণতন্ত্রকে বন্দী করেনি, বন্দী করে রেখেছে গণতন্ত্রের জন্য লড়াইয়ে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গণতন্ত্রকামী হাজার হাজার মানুষকে। মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত করে নির্যাতনের পথ বেছে নিয়েছে এই সরকার। হামলা, মামলা, গুম, খুন করে বিরোধী মতকে দমন করা হচ্ছে।
মহানগর বিএনপির ২২নং ওয়ার্ডের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। বুধবার রাত ৮টায় নগরীর উপশহরের ডি ব্লক মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
২২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক একেএম আহাদুস সামাদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলনেতা মিজানুর রহমান নেছার ও বিএনপি নেতা এম এ মালেক এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এড. জাফর ইকবাল তারেক, রফিকুল ইসলাম রফিক, মোস্তাফিজুর রহমান নওশাদ, মুহিবুর রহমান মুহিব ও মোস্তাক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফাত্তাহ বকশি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী সামছুল হক। কাউন্সিলে বিভিন্ন পাড়া কমিটির সদস্যদের গোপন ভোটে সভাপতি পদে সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব নির্বাচিত হন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা মহিলাদলের সভাপতি সালেহা কবির শেপী, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোর্শেদ আহমদ মুকুল ও এম এ মালেক। বিজ্ঞপ্তি