প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:৩৯:২০ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা এহসান আহমদ ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান রাব্বীর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কাজলশাহস্থ রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী, মহানগর আওয়ামী লীগের সদস্য ৩নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম আবজাদ হোসেন আমজাদ, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈফ উদ্দিন সাজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শুভ্র দে, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল আহাদ, ছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন সাজন, সুমন আহমদ, আরমান আব্দুল্লাহ রুমন, সুপ্রজিত দাস, সোহাগ আহমেদ, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, জাবের, রাকিব, সুমন, নাজিম উদ্দিন, কে এইচ এম মিজান, ফয়সল আহমদ, শিহাব চৌধুরী, শরীফ আহমদ নিলয়, আদনান সায়মন, তাজউদ্দীন, মাহদী রাজ, হাসান, রুবেল আহমেদ, মারজান, শাহেদ প্রমুখ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করছে। বিজ্ঞপ্তি