জেলা তথ্য অফিসের ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৬:৪২:১৫ অপরাহ্ন
সম্প্রতি সীমান্তিক কলেজ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সীমান্তিক কলেজ সিলেট এর অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন (রানা)। শুরুতে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপরিচালক মোঃ সালাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান আলোচকের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন বলেন, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে জীবন বাজি রেখে শুধু আমি নই এ দেশের মুক্তিকামী সকল জনতা একসাথে যুদ্ধে নেমেছিলেন। সবার একটিই উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করতে হবে। মরণপণ যুদ্ধে এদেশের বীর বাঙালিরা জয়লাভ করে একটি লাল সবুজের পতাকা উপহার দেয় এই জাতিকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি